whatsapp থেকে ডিলিট হওয়া ভিডিও ও ছবি ফিরিয়ে আনার উপায়

Whatsapp ডিলিট হওয়া ভিডিও ও ছবি ফিরিয়ে আনার উপায়

আজকে আমরা আলোচনা করব whatsapp  ডিলিট হওয়া ভিডিও ও ছবি  ফিরিয়ে আনার উপায় সমূহ নিয়ে। 

বর্তমান বিশ্বের সামাজিক যোগাযোগের কয়েকটি মাধ্যমের মধ্যে একটি হলো whatsapp । আমারা সবাই কমবেশি একে অপরের সাথে যোগাযোগের জন্য এ app টি ব্যবহার করি। আর সবার কাছে এ appটি জনপ্রিয় ।জনপ্রিয় হওয়ার কারণ কারণ ও আছে অনেক ! এগুলোর মধ্যে একটি কারন হলো আমারা যখন একে অপরের সাথে যোগাযোগের জন্য ভিডিও বা পিকচার আদান প্রদান করি তখন যদি কোনো কারণে ভিডিও বা পিকচার ডিলিট হয়ে যায় তখন এ ভিডিও বা পিকচার ফিরিয়ে আনা যায় । Whatsapp ডিলিট হওয়া ভিডিও ও ছবি ফিরিয়ে আনার উপায়

whatsapp এ কোনো কারণে ডিলিট হয়ে যাওয়া ভিডিও বা পিকচার কীভাবে আনা যায় এমন ৪টি পদ্ধতি নিয়ে আমারা আজ আলোচনা করবো। কথা না বাড়িয়ে সরাসরি কাজে চলে যাওয়া যাক ।ফিফা বিশ্বকাপ লাইভ দেখার উপায় – কাতার ওয়াল্ডকাপ 2022

Whatsapp ডিলিট হওয়া ভিডিও ও ছবি ফিরিয়ে আনার উপায়? 

ফোন গ্যালারি

আমাদের সকলের ফোনেই গ্যালারি ,গুগল ফটোস(Google photos ) বা আই এস ও (iSO) এ সকল অ্যাপ গুলো ব্যবহার করি । আমরা যখন whatsapp এ কারো সাথে পিকচার বা ভিডিও শেয়ার করি তখন কোন কারণে যদি আমাদের প্রয়োজনীয় এ তথ্য ডিলিট হয়ে যায় তাহলে আমরা আমাদের ফোনের গুগল ফটোস(Google photos ) বা আই এস ও (iSO) এ অ্যাপস পেয়ে যাব কারণ , যখন কোন ব্যাক্তি আমাদের whatsapp এ ভিডিও বা পিকচার শেয়ার করলে সাথে সাথে সেই ভিডিও বা পিকচার আমাদের ফোনে থাকা গুগল ফটোস(Google photos ) বা আই এস ও (iSO) এ ডাউনলোড হয়ে যাবে ।পুলিশ কনস্টেবল নিয়োগ বিজ্ঞপ্তি – ডিসেম্বর -জানুয়ারি 2023

WhatsApp মিডিয়া ফোল্ডার

যারা স্মার্টফোন ব্যবহার করেন তারা চাইলেই তাদের ডিলিট হয়ে যাওয়া তথ্য রিকোভারি করতে পারেন । এর জন্য তাদের ফাইল এক্সপ্লোরার প্রোগ্রাম চালু করে রুট ডাইরেক্টরির হোয়াটসঅ্যাপ ফোল্ডার যেতে হবে। তারপর ফোল্ডারটি নেভিগেট করে ইমেজ সেকশনে গেলেই ডিলিট হয়ে যাওয়া সমস্ত ফটো খুঁজে পাওয়া যাবে ।

Google Drive বা icould

স্মার্টফোন বা আইফোন ব্যবহারকারীরা WhatsApp এর ডিলিট হওয়া ভিডিও বা পিকচার রিকোভারি করতে পারেন Google drive বা icould ব্যবহার করে । তবে এর জন্য আপনাকে প্রথমেই আপনার ফোনে ইন্সটল করা whatsapp app টি আনইন্সটল করতে হবে তারপর পুনরায় whatsapp অ্যাপ টি ইন্সটল করতে হবে । এবার অপনি আগে যে নাম্বার দিয়ে whatsapp এ অ্যাকাউন্ট করেছিলেন সেই নাম্বার দিয়ে লগইন করুন এবং এর সাথে
সাথে রিইনস্টলেশনের সময় অবশ্যই বেছে নিতে হবে ডেটা রিকভারের অপশনটি।

ডিলিট মিডিয়া অপশন

হোয়াটসঅ্যাপে কারো সাথে যোগাযোগের চ্যাট ডিলিট করার সময় ‘Also delete media received in this chat from the device gallery’ অপশনটি সিলেক্ট করবেননা! কারণ এতে করে চ্যাট ডিলিট হলেও তাতে থাকা গুরুত্বপূর্ণ ফটো, ভিডিও বা ফাইল ডিলিট হবেনা এগুলো গ্যালারিতে জমা হবে ।

উপসংহার :

উপরের চারটি উপায় আপনি Whatsapp ডিলিট হওয়া ভিডিও ও ছবি ফিরিয়ে আনতে পারবেন।

Sharing Is Caring:

Leave a Comment

Back
WhatsApp
Telegram
Skype
Messenger
Viber
Email