পুলিশ কনস্টেবল নিয়োগ বিজ্ঞপ্তি – ডিসেম্বর -জানুয়ারি 2023

সম্প্রতি বাংলাদেশ পুলিশ ট্রেইনি রিক্রুট (কনস্টেবল ) টিআরসি ৪,০০০পদে জনবল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ পুলিশ ট্রেইনি রিক্রুট টিআরসি । পুলিশ ট্রেইনি রিক্রুট (কনস্টেবল )টিআরসি তাদের নিজস্ব অফিসিয়াল ওয়েবসাইটে এ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ।আপনারা আনেকেই অপেক্ষারত ছিলেন কখন বাংলাদেশ পুলিশ ট্রেইনি রিক্রুট টিআরসি তে জনবল নিয়োগ দেবে, তাহলে আজকের এই উপস্থাপনটি আপনাদের জন্য ।আপনাদের যদি টিআরসি পদে চাকরি করতে আগ্রহী তাহলে এই উপস্থাপনটি দেখতে পারেন এবং সহজেই আবেদন করতে পারেন ।শিল্প মন্ত্রণালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ ।

পুলিশ কনস্টেবল নিয়োগপুলিশ কনস্টেবল নিয়োগ

পদের নাম : পুলিশ কনস্টেবল নিয়োগ
পদের সংখ্যা :,৪ ০০০

শিক্ষাগত যোগ্যতা : এসএসসি পরীক্ষায় পাশ /সমমানের পরিক্ষায় উত্তীর্ণ প্রার্থীগন আবেদন করতে পারবে ,জিপিএ নূন্যতম ২.৫ থাকতে হবে ।

যে সকল জেলার প্রার্থীগন আবেদন করতে পারবে :

সকল জেলার প্রার্থীগন আবেদন করতে পারবে ।
চাকরিদাতা প্রতিষ্ঠান : বাংলাদেশ পুলিশ ।
চাকরির ধরন : সরকারি ।
বয়স : ১৮-২০ বছরের মধ্যে থাকতে হবে তবে,নারী ও পুরুষ উভয়েই অবিবাহিত হতে হবে ।

পুরুষের শারীরিক যোগ্যতা
আবেদনকারীর শারীরিক উচ্চতা ৫ ফুট ৬” বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ৩১” এবং স্পীত অবস্থায় ৩৩” হতে হবে । তবে , উপজাতি ও মুক্তিযুদ্ধা কোটায় পুরুষদের উচ্চতা ৫ ফুট ৪” এবং বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ৩০” এবং স্পীত অবস্থায় ৩১” হতে হবে ।

নারীদের শারীরিক যোগ্যতা
আবেদনকারী নারীর শারীরিক উচ্চতা ৫ ফুট ৪” হতে হবে । তবে ,উপজাতি ও মুক্তিযুদ্ধা কোটায় নারী প্রার্থীদের জন্য উচ্চতা ৫ ফুট ২” হতে হবে ।
উল্লেখ্য , নারী ও পুরুষ উভয় ক্ষেত্রেই বয়স ,ওজন ও উচ্চতা অনুযায়ী নির্ধারণ হবে ।

বেতন -ভাতা
যে সকল প্রার্থীগন চূড়ান্ত পর্যায়ে নির্বাচিত হবে তাদেরকে প্রথম ৬ মাস ব্যাপী ট্রেনিং করতে হবে । ট্রেনিং চলাকালীন সময়ে পাওয়া যাবে পোশাক ,চিকিৎসা ,খাওয়া -দাওয়ার সুবিধা এবং প্রশিক্ষণ ভাতা । দীর্ঘ ছয় মাস ব্যাপী প্রশিক্ষণ শেষে দেওয়া হবে ২০১৫ সালের ১৭ তম গ্রেড অনুযায়ী বেতন ৯,০০০-২১,৮০০ টাকা ।

আবেদন শুরুর তারিখ : ১ /১২ /২২
আবেদন শেষর তারিখ : ২৮ /১২/২৩ বিকাল ৫টা পর্যন্ত ।
আবেদনের ঠিকানা :http://police.teletalk.com.bd
অনলাইনে আবেদন করা যাবে ।

উল্লেখ্য , ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি ) পদে নিয়োগের ক্ষেত্রে কোন প্রকার আর্থিক লেনদেনের সাথে জড়িত থাকলে গ্রেপ্তার ও নিয়োগ বাতিল করা হবে এবং আবেদনে কোন মিথ্যা তথ্য দিলে নিয়োগের অযোগ্য বলে বিবেচিত হবে ।

 

Sharing Is Caring:

Leave a Comment

Back
WhatsApp
Telegram
Skype
Messenger
Viber
Email