অনলাইনে এইচএসসি ভর্তি আবেদন করার নিয়ম ২০২২ -২৩

অনলাইনে এইচএসসি ভর্তি আবেদন করার নিয়ম

আপনি এসএসসি পড়ুয়া? অপেক্ষা করছেন এইচএসসি তে ভর্তি হওয়ার জন্য? তবে এবার অবসান ঘটিয়ে প্রকাশ হলো অনলাইনে এইচএসসি ভর্তির আবেদনের তারিখ। তারিখ প্রকাশ এর পর চিন্তা করছেন কিভাবে অনলাইন এইচএসসি ভর্তি আবেদন করবেন বা করার নিয়ম কি ? কোন চিন্তা নেই। আপনি মোবাইল দিয়ে আপনার ভর্তির আবেদন নিজেই করতে পারবেন। এইচএসসি ভর্তি আবেদন সহ সকল কিছু বিস্তারিত নিচে তুলে ধরা হলো।অনলাইনে এইচএসসি ভর্তি আবেদন করার নিয়ম

অনলাইন এইচএসসি ভর্তি আবেদন তারিখ :

যে সকল শিক্ষার্থীরা ২০২০-২১ শিক্ষাবর্ষে এসএসসি পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছে । তারা এখন চিন্তায় আছে কখন ভর্তির আবেদন শুরু হবে ? কোথায় ভর্তি হব ?কীভাবে ভর্তি হব? কোন কলেজে ভর্তি হব?আমি কী ভালো কোন কলেজে চান্স পাব ? এ ধরণের প্রশ্নগুলো তাদের মনে ঘুরপাক খাচ্ছে । সম্প্রতি ২৮/১১ /২২ তারিখে এসএসসির ফলাফল প্রকাশিত হয়েছে । আর ফলাফল প্রকাশের কিছুদিনের মধ্যেই ভর্তির প্রক্রিয়া শুরু হয়ে যায় । আর বরাবরের মতই এবার এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হওয়ার পর ভর্তির তারিখ ঘোষণা করা হয়েছে ।সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট ভর্তি নিয়ম 2022-23

একাদশ শ্রেণিতে ভর্তির প্রক্রিয়া শুরু হবে ৮ ই ডিসেম্বর থেকে । ৮ ই ডিসেম্বর থেকে যারা এইচএসসি ভর্তির ইচ্ছুক তারা তাদের পছন্দের কলেজ গুলোতে আবেদন করতে পারবে । আবেদনের প্রক্রিয়া শেষ হলে ক্লাস শুরু হবে ১লা ফেব্রুয়ারিতে । আর এবার ভর্তির ফি সর্বোচ্চ নির্ধারিত হয়েছে ৮,৫০০ টাকা যদি কোন কলেজ বা প্রতিষ্ঠানের সাথে সম্পর্কিত ব্যাক্তি এর ওপরে কোন টাকা চায় তাহলে কঠোর শাস্তির ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন বাংলাদেশ শিক্ষা বোর্ড । সেই সাথে তারা আর ও জানিয়েছেন এবার জানিয়েছেন এবার আসন সংখ্যার কোন সংকট হবে না ।

এইচএসসি আসন সংখ্যা কত?

এবার এসএসসি তে ১৭,৪৩,৬১৯ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে । আর বাংলাদেশে শিক্ষা বোর্ডের মতে দেশে এই এইচএসসি শিক্ষার্থীদের জন্য আসন সংখ্যা রয়েছে প্রায় ২৫, ০০,০০০ লাখের মত যা পাস করা শিক্ষার্থীদের আসন সংখ্যা পূরণ করে ও অতিরিক্ত অনেক আসন থেকে যাবে । তাহলে পাস করা শিক্ষার্থীরা ভর্তি হওয়ার পর ও ৭,৫০০০০ মতো আসন খালি থাকবে ।সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট ভর্তি হতে কত পয়েন্ট লাগবে? ২০২২-২৩

এইচএসসি ভর্তি নীতিমালা ২০২২ :

খরসা নিয়ম মালা নীতি অনুযায়ী ভর্তির কার্যক্রম শুরু হবে ৮ ই ডিসেম্বর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত এবং ভর্তির ফলাফল প্রকাশ করবে ৩১ শে ডিসেম্বর । যারা প্রথম পর্যায়ে সুযোগ পাবে না সুযোগ তারা পুনরায় আবেদন করতে পারবে ৯-১০ জানুয়ারি পর্যন্ত এবং দ্বিতীয় পর্যায়ের ফলাফল প্রকাশিত হবে ১২ ই জানুয়ারি ।

একাদশ শ্রেণীর ক্লাস শুরু হবে: ১ ফেব্রুয়ারী ২০২৩

একাদশ শ্রেণী অনলাইন ভর্তির আবেদন করতে কত টাকা ও কি কি প্রয়োজন হবে?

  1. এসএসসি ও সমমান পরীক্ষার বোর্ড রোল, রেজিষ্ট্রেশন, পাশের সন, মোবাইল নাম্বার
  2. একাদশ শ্রেণীর ভর্তির আবেদন করতে অনলাইনে ১৫০টাকা পেমেন্ট করা লাগবে।

অনলাইনে এইচএসসি ভর্তি আবেদন করার নিয়ম ২০২২ -২৩ :

অনলাইনে এইচএসসি ভর্তির আবেদন ফরম পূরণ করার আগে আপনাকে বোর্ড নিধারিত ফি মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে প্রদান করতে হবে। প্রতি আবেদন এ ১৫০টাকা৷ বিকাশ, নগদ ও রকেট এর মাধ্যমে প্রদান করা যাবে।

স্টেপ #১ :এইচএসসি ভর্তির ফি বিকাশ করার নিয়ম :

প্রথমে বিকাশ এ্যাপ ওপেন করুন। এরপর ” education fee ” সিলেক্ট করুন।Xi class admission payment system
শিক্ষা প্রতিষ্ঠান ট্যাপ করে” xi class admission “সিলেক্ট করুন।Xi class admission payment

এখানে বোর্ড নাম, পাশের সন, এসএসসি রোল এবং আবেদন কারীর মোবাইল নাম্বার দিন।Xi class admission bkash payment

এখন ফি এর পরিমাণ ১৫০টাকা চেক করে পরের স্কিনে যেতে ট্যাপ করুন।

আপনার বিকাশ একাউন্ট পিন নাম্বার দিন৷ পে বিল সম্পুন্ন করতে ” ট্যাপ করে ধরে রাখুন “।

পেমেন্ট সম্পুর্ন হলে কনফারমেশন এসএমএস পাবেন।( যেই এসএমএস টি প্রয়োজন হবে)

স্টেপ #২ : এইচএসসি ভর্তি ফরম পূরণ করার নিয়ম

প্রথমে এই লিংক এ যান –http://smart1.xiclassadmission.gov.bd/board/application/applicationForm_TT

  • এখানে রোল, বোর্ড ও পাশের সন সিলেক্ট করুন৷ নিচের ভেরিফিকেশনটি সম্পন্ন করে ” Next “এ ক্লিক করুন।অনলাইনে একাদশ শ্রেণীর ভর্তির আবেদন
  • এরপর পেমেন্ট ট্রানজেকশন তথ্য দিতে হবে। আপনি যদি ১৫০টাকা পেমেন্ট সম্পুর্ন করে থাকেন সেক্ষেত্রে এখানে “অরগানাইজেশন ” বিকাশ দিন৷ (যেহেতু এই টিউটোরিয়ালে বিকাশে পেমেন্ট দেখনো হয়েছে). এবং পেমেন্ট এর” ট্রানজেকশন আইডি দিন “। নিচের ভেরিফিকেশনটি সম্পন্ন করে ” Next “ক্লিক করুন৷এইচএসসি ভর্তি আবেদন
  • ” Next “ক্লিক করার পর যদি পেজটি রিলোড নেয়। তাহলে আবার পূর্বের মতো এসএসসি তথ্য দিন। এবং নতুন একটি পেজ দেখবেন । যেখানো আপনার” মোবাইল নাম্বার” ও” রিলেশনশিপ ” দিতে হবে। ( এক্ষেত্রে ফোন নাম্বারটা যার দেয়া হয়েছে তিনি আপনার কি হয় সেটা বুঝানো হয়েছে। বাবা হলে “Father” select করুন৷ )
  • এরপর ভর্তির আবেদন ফরম চলে আসবে। যেই ফরমটি খুব সাবধানতার সাথে পূরণ করতে হবে। এখানে বাম পাশে তিনটি অপশন আছে। (বোর্ড, ডিসট্রিক্ট, থানা – এগুলো হলো আপনি কোন বোর্ড কোন ডিসটিক কোন থানার আন্ডারে কলেজ চয়েজ করতে চান সেটা বুঝানো হয়েছে)। এখন কলেজ চয়েজ করুন।
  • নিচের -সিফট “day” version “Bangla ” Group – ” ” সিলেক্ট করুন৷ এবং “Add this College ” ক্লিক করুন৷ দেখবেন কলেজটি এড হয়ে গেছে৷
  • এভাবে আপনি সর্বোচ্চ -১০ টি কলেজে আবেদন করতে পারবেন। সিলেক্ট করা শেষ হলে –” Preview Application”ক্লিক করুন৷এইচএসসি অনলাইন ভর্তি আবেদন
  • এখানে আপনি আপনার ” Application “টি দেখতে পারবেন। ” Print version “ক্লিক করে Application টি প্রিন্ট করে নিন৷ এবং এই এর মাধ্যমে আপনার আবেদনটি সম্পুন্ন হলো।এইচএসসি ভর্তি আবেদন ২০২২-২৩

এইচএসসি ভর্তি আবেদন ২০২২-২৩ সম্পুন্ন হলে কি করবেন?

এখন আপনাকে অপেক্ষা করতে হবে। ভর্তি আবেদন  ফলাফল প্রকাশের জন্য। ফলাফল প্রকাশ হবে ৩১শে ডিসেম্বর। আপনি যদি আপনার সিলেক্ট করা কোন কলেজে চান্স পেয়ে থাকেন সেক্ষেত্রে আপনার মোবাইল নাম্বারে একটি এসএমএস চলে যাবে। যেই এসএমএসটিতে আপনার সেই কলেজটি উল্লেখ করা থাকবে।

সর্বশেষ কথা :

আজকের এই টিউটোরিয়াল এ সম্পূর্ণরূপে দেখানো হয়েছে অনলাইনে এইচএসসি ভর্তি আবেদন করার নিয়ম। আমি আশা করছি আজকের এই লেখাটি আপনার জন্য অনেক উপকারে আসবে। ধন্যবাদ সবাইকে।

Sharing Is Caring:

Leave a Comment