অনলাইনে জিডি করার নিয়ম – ২০২৩ নতুন আপডেট

অনলাইনে জিডি করার নিয়ম


জিডি ( জেনারেল ডায়েরি) এই বিষয়টির সাথে আমার কম বেশি সকলে পরিচিত। তবে বিশেষ করে যায় এই প্রক্রিয়ার সাথে সম্মুখীন হয়েছেন তারা জানেন কিভাবে জিডি করা হয়? বেশিরভাগই মানুষ জানে থানায় যেয়ে এই কাজটি করতে হয়। তবে এখন থেকে এটি অনলাইনে করা যাবে।আজকের এই টিউটোরিয়ালে আমি দেখাবো মোবাইল দিয়ে অনলাইনে জিডি করার নিয়ম বা পদ্ধতি। যা আপনার জীবনে কাজে দিবে।অনলাইনে জিডি করার নিয়ম

আসলে কেন জিডি করা হয়? জিডি করতে কত টাকা ফি দিতে হয়? কিভাবে জিডি করতে হয় ?জিডি করতে কি কি প্রয়োজন? সবকিছু নিয়েই বিস্তারিত থাকছে এই টিউটোরিয়ালটি।

জিডি কি?

জিডি হলো – সাধারণ ডায়েরি। এটি এমন একটি ডায়েরি যা থানায় বিশেষ ভাবে লিপিবদ্ধ করা হয়।এই জিডি ফৌজদারি কার্যবিধির ১৫৫ ধারা অনুযায়ী পুলিশ গ্রহণ করে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহণ করেন।

জন্ম নিবন্ধন অনলাইন কপি ডাউনলোড ও যাচাই করার নিয়ম ২০২৩ আপডেট

জিডি কেন করা হয়?

মূলত – কোন কিছু হারিয়ে গেলে, হুমকি মূলক আচরণ যার ফলে আপনার জিবনের নিরাপত্তা হূমকিতে রয়েছে এমন হলে থানায় জিডি করা হয়।

এখানে যেকোনো কিছু হারিয়ে গেলে আপনি জিডি করতে পারবেন। যেমন – মোবাইল ফোন, কম্পিউটার, টাকা, সোনা, মানুষ, স্কুল সার্টিফিকেট, বই, দলিল ব্যাবসায়িক কাগজপত্র, জাতীয় পরিচয় পত্র, পাসপোর্ট, জন্ম সনদ। যার মূল্য আছে তা হারিয়ে গেলেই জিডি করা যায়। এছাড়া যদি কেউ আপনাকে মোবাইলে হুমকি দেয় তাহলে তার জন্য জিডি করতে পারবেন।

প্রতিবন্ধী ভাতা অনলাইন আবেদন ২০২৩ করার নিয়ম

জিডি ফরম পূরণ  করতে কি কি প্রয়োজন?

প্রাথমিক ভাবে জিডি ফরম পূরণ  করতে হলে আপনার জাতীয় পরিচয় পত্র ও সচল মোবাইল নাম্বার প্রয়োজন হবে।

জিডি করতে কত টাকা ফি দিতে হয়?

অনলাইনে জিডি করতে কোন প্রকার ফি দিতে হয় না। যদিও থানায় যেয়ে জিডি করতে টাকা দিতে হতো। তবে তা বেআইনি।

অনলাইনে জিডি করার নিয়ম :

ধাপ #১ : জিডি রেজিষ্ট্রেশন

  • প্রথমে গুগল প্লেস্টোর থেকে ” Online GD“এ্যাপটি ডাউনলোড করে নিন। এবং ইন্সটল করুন।
  • এ্যাপটি ওপেন করুন। নিচে দুইটি বাটন দেখবেন। নিবন্ধন ও লগিইন। প্রথমে ” নিবন্ধন ” ক্লিক করুন৷জিডি ফরম পূরণ করার নিয়ম
  • এবার নিবন্ধন কারীর জাতীয় পরিচয় পত্র নাম্বার ও জন্ম তারিখ দিন এবং “পরিচয় পত্র যাচাই ” ক্লিক করুন।
  • এবার ” তথ্য সঠিক হলে এখানে ক্লিক করুন ” ক্লিক এর সাথে সাথে দেখবেন সেলফি ওপেন হয়ে যায়ে। এবং উক্ত ব্যাক্তির ফেস স্কান করে ছবি তুলে নিবে।জিডি করার নিয়ম
  • এখন খালি বক্স গুলোতে নিবন্ধন কারীর “মোবাইল নাম্বার ” এবং একটি পাসওয়ার্ড দিন। “এখানে ক্লিক করে একাউন্ট তৈরি করুন ” ক্লিক করুন।
  • সবকিছু ঠিক থাকলে” নিবন্ধন সাকসেসফুল ” এমন পেজ পাবেন।
  • এখন আবার এ্যাপ এ প্রবেশ করুন। এবং লগিইন ক্লিক করুন। এখানে আপনার দেয়া “মোবাইল নাম্বার ” ও “পাসওয়ার্ড ” দিয়ে “লগিইন” করুন।অনলাইনে জিডি রেজিষ্ট্রেশন
  • এরপর এমন পেজ ওপেন হবে। এখানে আপনার ঠিকানা দেয়া থাকবে। ঠিকানা ঠিক থাকলে “পরবর্তী ” ক্লিক করুন।
  • এরপর আপনার তোলা ছবি দেখবেন। তা ঠিক থাকলে ” পরবর্তী ক্লিক” করুন।
  • এরপর স্বাক্ষর দেওয়ার পেজ ওপেন হবে। এখনে আপনার একটি স্বাক্ষর দিন৷ দেয়া হলে ” সংরক্ষণ করুন ক্লিক করুন ” এবং পরবর্তী ক্লিক করুন।জিডি করার নিয়ম
  • এখানে আপনার মোবাইল অপারেটর ও ইমেইল দিয়ে “পরবর্তী ” ক্লিক করুন। এরপর ঐ নাম্বার ওটিপি কোড যাবে। সেটি এখানে বসিয়ে দিন। এবং পরবর্তী ক্লিক করুন। এখন আপনার নিবন্ধন সম্পুর্ন। এবং এমন পেজ পাবেন।জিডি নিবন্ধন

ধাপ #২ : জিডি ফরম পূরণ করার নিয়ম

  • কোন কিছু হারিয়ে গেলে উক্ত বিষয়টি জিডি করতে হলে ” হারানো ” ক্লিক করুন।হারানো ফোন ফিরে পেতে জিডি
  • এখানে আপনার কি হারিয়ে গেছে সেটি সিলেক্ট করুন। মনে করি আমার মোবাইল হারিয়ে গেছে তাই মোবাইল ক্লিক করলাম।
  • এখানে প্রথমে আপনার মোবাইল ডিটেইলস দিন। অবশ্যই ( মডেল, IMEI Number, RAM,ROM,Mobile Number, IP Address, Brand Name, Price “) দিন।জিডি মোবাইল ডিটেইলস
  • নিচের ফরমটি “জরুরি যোগাযোগ ” এর জন্য তথ্য দিন৷ এবং পরবর্তী ক্লিক করুন।জিডি যোগাযোগ তথ্য
  • এরপর এখানে ফোনটি যে আপনার তার প্রমাণ স্বরুপ মোবাইল বাক্স, ক্যাশ মেমো ছবি দিয়ে পরবর্তী ক্লিক করুন।জিডি ফোনের ক্যাশ মেমো
  • এখানে স্থান ও সময়ের বিবরণ দিতে হবে৷ কোন জেলা, উপজেলা, গ্রাম ও কোন স্থান থেকে মোবাইলটি হারিয়ে গেছে। কত তারিখ সেটি দিয়ে পরবর্তী ক্লিক করুন। এরপর আপনার জিডিটি সম্পুর্ন হয়েছে এমন পেজ পাবেন।ফোন হারানোর ঠিকানা
  • এখন থেকে উক্ত জিডিটি তদন্ত শুরু হবে এবং যেকোনো আপডেট আপনার মোবাইলে মেসেজ এর মাধ্যমে জানিয়ে দিবে।

আর এটাই হলো অনলাইনে জিডি করার নিয়ম।

সর্বশেষ কথা :
আজকের এই টিউটোরিয়ালে আমরা দেখানোর চেষ্টা করেছি অনলাইনে জিডি করার নিয়ম ২০২৩। যদি কোন প্রকার সমস্যা হয়ে থাকে কমেন্ট করতে পারেন। আমরা সমাধান দেওয়ার চেষ্টা করবো। ধন্যবাদ।

Sharing Is Caring:

Leave a Comment

Back
WhatsApp
Telegram
Skype
Messenger
Viber
Email