সুপ্রিম কোর্টে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ ২০২২

সুপ্রিম কোর্ট নিয়োগ বিজ্ঞপ্তি

সম্প্রতি সুপ্রিম কোর্ট ,হাইকোর্ট বিভাগ তাদের নিজস্ব অফিসিয়াল ওয়েবসাইটে ০৮ টি পদে জনবল নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ।আপনারা আনেকেই অপেক্ষারত ছিলেন কখন বাংলাদেশ সুপ্রিম কোর্টে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করবে । আর যারা এ নিয়োগ বিজ্ঞপ্তির জন্য অপেক্ষারত ছিলেন আজকের এই উপস্থাপনটি আপনাদের জন্য । আপনাদের যদি চাকরি করার আগ্রহ থাকে তাহলে আমাদের এই উপস্থাপনটি একবার দেখে আসতে পারেন । আপনারা এই সার্কুলারের মাধ্যমে  সহজেই আবেদন করতে পারবেন ।সুপ্রিম কোর্ট নিয়োগ বিজ্ঞপ্তি

      আপনি কী সুপ্রিম কোর্টে চাকরি করতে আগ্রহী ?

আপনি কী সুপ্রিম কোর্টে চাকরি করতে চান ? যদি আপনারা সুপ্রিম কোর্টে চাকরি করতে আগ্রহী হন তাহলে আমাদের আজকের এই উপস্থাপনটি আপনাদের জন্য । যদি উক্ত বিষয়ে আপনার  শিক্ষাগত যোগ্যতা , ইচ্ছা থাকে তাহলে আমাদের দেওয়া বিধি মোতাবেক এখনি আবেদন করে ফেলুন ।পুলিশ কনস্টেবল নিয়োগ বিজ্ঞপ্তি – ডিসেম্বর -জানুয়ারি 2023

চাকরিদাতা প্রতিষ্ঠান : বাংলাদেশ সুপ্রিম কোর্ট ।
ক্যাটাগরি :২টি ।
খালি পদের সংখ্যা : ৮টি ।
অবেদনযোগ্য জেলা : বাংলাদেশের সকল জেলা ।

                                      ড্রাইভার

পদের নাম : ড্রাইভার ।
পদের সংখ্যা : ১টি ।
শিক্ষাগত যোগ্যতা : যেকোন স্বীকৃত বোর্ড হইতে অষ্টম শ্রেণি পাস ।
যে সকল জেলার প্রার্থীগন আবেদন করতে পারবে : বাংলাদেশের সকল জেলা ।
চাকরির গ্রেড : ১৬
বেতন : ৯,৩০০—২২,৪৯০ টাকা ।
বয়স : ১৮-৩০ এর মধ্যে হতে হবে ।

                     নিরাপত্তা প্রহরী ( দারোয়ান )

পদের নাম : নিরাপত্তা প্রহরী ( দারোয়ান )।
পদের সংখ্যা : ৭ টি ।
শিক্ষাগত যোগ্যতা : যেকোন স্বীকৃত বোর্ড হইতে অষ্টম শ্রেণির পরিক্ষায় উত্তীর্ণ বা সমমানের পরিক্ষায় পাস ।
যে সকল জেলার প্রার্থীগন আবেদন করতে পারবে : বাংলাদেশের সকল জেলা ।
চাকরির গ্রেড : ২০।
বেতন : ৮২৫০—২০,০১০ টাকা ।
বয়স : ১৮-৩০ বছর এর মধ্যে হতে হবে ।

চাকরিদাতাদের অফিসিয়াল ওয়েবসাইট : http://www.supremecourt.gov.bd/web
আবেদন শুরুর তারিখ : ৪/১২/২০২২
আবেদন শেষর তারিখ : ২২/১২/২০২২ পর্যন্ত ।

আবেদনের জন্য নিচের লিংকে ক্লিক করুন:  http://supremecourt.teletalk.com.bd
আবেদন অবশ্যই অনলাইনে করতে হবে ।সুপ্রিম কোর্ট নিয়োগ বিজ্ঞপ্তি

উল্লেখ্য
ড্রাইভার ও নিরাপত্তা প্রহরী পদে নিয়োগের ক্ষেত্রে কোন প্রকার আর্থিক লেনদেনের সাথে জড়িত থাকলে গ্রেপ্তার ও নিয়োগ বাতিল করা হবে এবং আবেদনে কোন মিথ্যা তথ্য দিলে নিয়োগের অযোগ্য বলে বিবেচিত হবে ।

Sharing Is Caring:

Leave a Comment

Back
WhatsApp
Telegram
Skype
Messenger
Viber
Email