জন্ম নিবন্ধন অনলাইন যাচাই ও ডাউনলোড করার নিয়ম 2023-নতুন আপডেট

আপনি কি অনলাইনে জন্ম নিবন্ধন যাচাই নিয়ে চিন্তিত ? জন্ম নিবন্ধন অনলাইনে আছে কি না তা নিয়ে সংকোচ বোধ করছেন ? তবে আর নয়। এখন আপনি চাইলে আপনার মোবাইল ফোন দিয়ে অনলাইন জন্ম নিবন্ধন তথ্য যাচাই করতে পারেন। এমন কি আপনি চাইলে আপনার জন্ম নিবন্ধন ডাউনলোড করতেও পারবেন। তাহলে চলুন দেখি জন্ম নিবন্ধন অনলাইন যাচাই করার নিয়ম 2023 নতুন আপডেট।

বাংলাদেশ জন্ম ও মৃত্যু অধিদপ্তর আপডেট অনুযায়ী সকল নাগরিকদের জন্ম নিবন্ধন অনলাইন হওয়া জরুরি। ডিজিটাল যুগে এখন সকল ধরনের কাজ অনলাইনে করা হয়৷ সেই মোতাবেক যাদের জন্ম নিবন্ধন রয়েছে তাহারা তাদের জন্ম নিবন্ধন এখনই আপডেট করে নিন। এই আপডেট স্থানীয় জন্ম ও মৃত্যু অধিদপ্তর কতৃক অনলাইন সার্ভারে দেয়া হয়। এই আপডেট এর পর আপনার অনলাইন জন্ম নিবন্ধন তথ্য যাচাই করতে পারবেন।জন্ম নিবন্ধন অনলাইন যাচাই

জন্ম নিবন্ধন অনলাইন কি ?

অনলাইন বলতে – ইন্টারনেট এ লাইভ থাকাকে বুজায়৷ অথ্যাৎ জন্ম নিবন্ধন অনলাইন বলতে – যা ইন্টারনেট এ সার্চ করলে লাইভ পাওয়া যায়। বা তার কোন তথ্য পাওয়া যায়। জন্ম নিবন্ধনে এমন একটি নাম্বার ব্যবহার করা হয় -যে নাম্বারটি যে কেউ সার্চ করলে তার তথ্য অনলাইনে পাওয়া যাবে। এখানে নাম্বারটি হল একটি ডিজিটাল কোড। যা দ্বিতীয় কোনো ব্যক্তির সাথে মিলবে না। ফলে কেউ সার্চ করলে শুধুমাত্র ঐ নির্দিষ্ট ব্যক্তি কে পাওয়া যাবে। আর কেউ যদি সার্চ করে আপনার নিবন্ধনটি অনলাইনে পায় তাহলে সেটিই হলো জন্ম নিবন্ধন অনলাইন কপি৷মোবাইলে টি২০ বিশ্বকাপ লাইভ দেখার উপায় -T20 World Cup Live TV

অনলাইনে জন্ম নিবন্ধন যাচাই করতে কি প্রয়োজন?

ধরে নিলাম আপনার একটু জন্ম নিবন্ধন সার্টিফিকেট রয়েছে। সে ক্ষেত্রে আপনি চাইলেই কিন্তু আপনার জন্ম নিবন্ধন অনলাইনে পাবেন না। অনলাইনে জন্ম নিবন্ধন যাচাই করতে হলে আপনার জন্ম নিবন্ধন অনলাইনে থাকা লাগবে। সে ক্ষেত্রে আপনার যে নিবন্ধন নাম্বারটি রয়েছে সেটিকে আপডেট করতে হবে৷ ১২ সংখ্যা থেকে ১৭ সংখ্যা ডিজিটাল কোডে রূপান্তর করতে হবে। এরপর আপনি চাইলে এখন আপনার নিবন্ধনটি অনলাইনে যাচাই করতে পারবেন৷জাতীয় পরিচয় পত্র অনুসন্ধান ২০২৩ করার নিয়ম (নতুন আপডেট)

জন্ম নিবন্ধন অনলাইন যাচাই করার নিয়ম বা উপায় সমূহ :

যাদের জন্ম নিবন্ধন সার্টিফিকেট রয়েছে, তারা চাইলে জন্ম নিবন্ধন অনলাইন যাচাই করে দেখতে পারেন – আপনার কোনো তথ্য ভুল আছে কিনা। বা অনলাইনে সার্চ করলে পাওয়া যায় কিনা। তবে এ কাজটি করার বিভিন্ন ধাপসমূহ রয়েছে। নিতে তা ধাপ আকারে তুলে ধরা হলো :

ধাপ #১ :

প্রথমে আপনার জন্ম নিবন্ধন সার্টিফিকেটটি হাতে নিন। এবং নিবন্ধন “নাম্বার ” কপি করুন। এবং জন্ম তারিখ টি মনে রাখুন৷

ধাপ #২ :

এখন এই লিংক এ যান –https://everify.bdris.gov.bd/
এখানে নতুন একটি পেজ ওপেন হবে।

ধাপ #৩ :

এখন প্রথম খালি ঘরে আপনার কপি করা ” নাম্বারটি ” বসিয়ে দিন। দ্বিতীয় ঘরে জন্ম তারিখ টি বসিয়ে দিন৷ এবং নিচের উত্তর টি দিয়ে সার্চ ক্লিক করুন।অনলাইনে জন্ম নিবন্ধন যাচাই

ধাপ #৪:

যদি আপনার তথ্য সঠিক থাকে তবে দেখবেন আপনার সেই নিবন্ধন চলে আসছে। এখন আপনি চাইলে এই সাটিফিকেট ডাউনলোড করতে পারবেন।জন্ম নিবন্ধন অনলাইন যাচাই করার নিয়ম

জন্ম নিবন্ধন ডাউনলোড করার নিয়ম :

আপনি সার্টিফিকেট আকারে নিবন্ধন টি ব্যাবহার করতে পারবেন না। তবে শুধু মাত্র সার্ভার কপি ডাউনলোড করতে পারবেন। এর জন্য আপনার “পিসি” প্রয়োজন হবে৷উপরের উপায়গুলোর মাধ্যমে জন্ম নিবন্ধন অনলাইন যাচাই করে নিবেন৷

ধাপ #১ :

জন্ম নিবন্ধন অনলাইন  যাচাই করার পর – ডানপাশে কোনায় “থ্রি ডট ” আইকনে ক্লিক করুন। এবং “প্রিন্ট ” ক্লিক করুন।

জন্ম নিবন্ধন ডাউনলোড করার নিয়ম

ধাপ #২:

আবার “প্রিন্ট ” ক্লিক করুন৷ এবং ফাইল নেম দিয়ে সেভ ক্লিক করুন৷ দেখবেন পিডিএফ আকারে জন্ম নিবন্ধন সার্ভার কপি ডাউনলোড হয়ে গেছে।জন্ম নিবন্ধন ডাউনলোড

সর্বশেষ কথা:

উপরের দেখনো নিয়মে আপনি জন্ম নিবন্ধন অনলাইন যাচাই করতে পারেন। এবং জন্ম নিবন্ধন ডাউনলোড ও করতে পারেন।আর এটিই হচ্ছে অনলাইনে জন্ম নিবন্ধন যাচাই করার নিয়ম।

Sharing Is Caring:

Leave a Comment