সেনাবাহিনী সৈনিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

সেনাবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি

বাংলাদেশের সকল ফোর্সের মধ্যে সেনাবাহিনী আমাদের কাছে একটি অন্যতম নাম । যাদের কথা শুনতেই আমাদের বিশ্বাস ফিরে আসে । সম্প্রতি বাংলাদেশ সেনাবাহিনী তাদের নিজস্ব অফিসিয়াল ওয়েবসাইটে সৈনিক পদে জনবল নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে । আমাদের মধ্যে অনেকেরই ইচ্ছা বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি করার । কিন্তু কখন তারা জনবল নিয়োগ করবে এর জন্য আমরা বসে আর তাদের জন্যেই আজকের এই উপস্থাপনটি । আপনারা যারা সেনাবাহিনীতে চাকরি করতে আগ্রহী তাহলে এই উপস্থাপনটি দেখতে পারেন ।সেনাবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি

২০২৩ সালে নির্ধারিত সেনানীবাসে পুরুষ ও মহিলা প্রার্থীদের নিয়োগের কার্যক্রম শুরু হবে । সেনাবাহিনীতে যোগদানে আগ্রহী সকল জেলার পুরুষ ও মহিলা

প্রার্থীদের আবেদনর জন্য বিস্তারিত তথ্য দেওয়া হলো :

একজন প্রার্থী প্রয়োজনীয় যোগ্যতা সাপেক্ষে সাধারণ এবং টেকনিক্যাল ট্রেড এ আবেদন করতে পারবেন । এছাড়া বিএনসিসি(BNCC) এর সদস্য ,সেনা সদস্যদের সন্তান (SS) এবং (TTTI) হতে প্রশিক্ষণ প্রাপ্ত প্রার্থীগন আবেদন করতে পারবেন । সকল ক্ষেত্রে এসএমএস (SMS)বা অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে । প্রতি আবেদনের ফি হিসাবে ২০০ টাকা নেওয়া হবে ।

যোগ্যতা

সাধারণ ট্রেড(GD)— নারী ও পুরুষ ।
বয়স :০৩ মার্চ ২০২৪ সালে ১৭ বছরের কম এবং ২০ বছরের বেশি হবে না ।

শিক্ষাগত যোগ্যতা : এসএসসি বা সমমানের পরিক্ষায় উত্তীর্ণ হতে হবে উক্ত পরিক্ষায় নূন্যতম সিপিএ ৩.০০ পেতে হবে ।
টেকনিক্যাল ট্রেড(TT)—নারী ও পুরুষ ।
বয়স ::০৩ মার্চ ২০২৪ সালে ১৭ বছরের কম এবং ২১ বছরের বেশি হবে না ।

শিক্ষাগত যোগ্যতা : এসএসসি ভোকেশনাল হতে সংশ্লিষ্ট বিষয়সহ নূন্যতম জিপিএ ৩.০০ পেয়ে উত্তীর্ণ হতে হবে এবং বিজ্ঞান / ডিপ্লোমা কোর্স সম্পন্নকারীদের অগ্রাধিকার দেওয়া হবে ।

পুরুষ প্রার্থীর শারীরিক যোগ্যতা

শারীরিক উচ্চতা ১.৬৮ মিটার (৫ ফুট ৬”) লম্বা । ক্ষুদ্র-নৃগোষ্টী বা উপজাতির জন্য উচ্চতা ১.৩৬ মিটার (৫ ফুট ৪” হতে হবে ,শারীরিক ওজন ৪৯.৯০ কেজি (১১০ পাউন্ড ) এবং বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ০.৭৬ মিটার (৩০”) স্ফীত অবস্থায় ০.৮২ মিটার(৩২”)।

নারী প্রার্থীদের শারীরিক যোগ্যতা

শারীরিক উচ্চতা ১.৬০ মিটার (৫ ফুট ৩”) লম্বা । ক্ষুদ্র-নৃগোষ্টী বা উপজাতির জন্য উচ্চতা ১.৫৬ মিটার (৫ ফুট ১” হতে হবে ,শারীরিক ওজন ৪৭ কেজি (১০৪ পাউন্ড ) এবং বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ০.৭১ মিটার (২৮”) স্ফীত অবস্থায় ০.৭৬মিটার(৩০”)।

স্বাস্থ্য পরীক্ষা : স্বাস্থ্য পরীক্ষার যোগ্য ।
বৈবাহিক অবস্থা : অবিবাহিত ।
সাঁতার : সাঁতার জানা আবশ্যক (নূন্যতম ৫০ মিটার ) ।সেনাবাহিনী সৈনিক  নিয়োগ বিজ্ঞপ্তি

আবেদন শুরুর তারিখ : ১০/১৩/২০২২
আবেদন শেষর তারিখ :৩১/১/২০২৩
আবেদনের জন্য নিচের লিংকে ক্লিক করুন :
http://sainik.teletalk.com.bd
http://bangladesharmy.army.mil.bd
http://army.teletalk.com.bd

সেনাবাহিনীর চাকরির সুবিধা সমূহ

নির্ধারিত স্কেলে বেতন ,ভাতা এবং পেনশনসহ বিনামূল্যে আহার ও বাসস্থান । পরিবারের পিতা/মাতার জন্য সামরিক হাসপাতালে চিকিৎসার সুযোগ, বিনামূল্যে পোশাক , নিজ ও পরিবারের জন্য রেশম প্রদান সেনাবাহিনী কর্তৃক ভিবিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সন্তানের উচ্চ শিক্ষার সুযোগ ।

Sharing Is Caring:

Leave a Comment