অনলাইনে পলিটেকনিক ইনস্টিটিউট ভর্তির আবেদন করার নিয়ম ২০২২-২৩

অনলাইনে পলিটেকনিক ইনস্টিটিউট ভর্তি আবেদন করার নিয়ম

ম্প্রতি এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে । এখন ভর্তির পালা । যারা পলিটেকনিক ইনস্টিটিউটে ভর্তি হওয়ার জন্য আগ্রহী তবে জানেন না অনলাইনে পলিটেকনিক ইনস্টিটিউট ভর্তির আবেদন করার নিয়ম। তাদের জন্যই মূলত আজকের এই টিউটোরিয়াল।অনলাইনে পলিটেকনিক ইনস্টিটিউট ভর্তি আবেদন করার নিয়ম

সরকারি বা বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউট এ ভর্তির আবেদন ফি ১৬০টাকা। তবে এই আবেদন যদি দোকানে যেয়ে করেন তাহলে ৩৫০টাকা নিবে। সুতরাং আপনাদের কথা বিবেচনা করে আমরা এই টিউটোরিয়ালে সম্পুর্ন ভাবে দেখাবো মোবাইল দিয়ে অনলাইনে সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট ভর্তির আবেদন করার নিয়ম।

সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে ভর্তির আবেদন করতে কত পয়েন্ট লাগবে?

যারা এসএসসি পরীক্ষায় কমপক্ষে ছেলে ৩.০০ মেয়ে ২.৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে কেবল তারাই সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট ভর্তি এর জন্য আবেদন করতে পারবেন ।সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট ভর্তি হতে কত পয়েন্ট লাগবে? ২০২২-২৩

সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট ভর্তির নীতিমালা ২০২২-২৩

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড ১৩ /১২/২০২২ তারিখ তাদের নিজস্ব অফিসিয়াল ওয়েবসাইটে ভর্তির নীতিমালা প্রকাশ করেছে । উক্ত ভর্তি ৩টি ধাপে সম্পন্ন হবে ।

ধাপ #১ : আবেদন শুরু ১ম পর্যায়৷

১৩/১২/২০২২ তারিখ হতে ২৭/১২/২০২২ তারিখ পর্যন্ত ১ম পর্যায়ে ভর্তি করা হবে । এর পর ১/১/২০২৩ তারিখে ১ম পর্যায়ের ভর্তির ফলাফল প্রকাশ করা হবে ।১ম পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীরা ২/১/২০২৩ তারিখের মধ্যে নির্দিষ্ট পরিমাণ ফি দিয়ে ভর্তি নিশ্চিত করতে হবে । অন্যথায় তাদের ভর্তি বাতিল করা হবে ।তবে এসকল শিক্ষার্থী চাইলে পুনরায় ফিসহ আবেদন করতে পারবে ।

ধাপ #২ : ২য় পর্যায়৷

২য় পর্যায়ে আবেদন শুরু হবে ৬/১/২০২৩ থেকে ৭/১/২০২৩ তারিখ পর্যন্ত । ২য় পর্যায়ের ফলাফল প্রকাশিত হবে ১১/১/২০২৩ তারিখে । ফলাফল প্রকাশিত হওয়ার পর ১২/১/২০২৩ থেকে ১৪/১/২০২৩ তারিখের মধ্যে ভর্তি নিশ্চিত করতে হবে অন্যথায় ভর্তি বাতিল বলে গন্য হবে । তবে এ সকল শিক্ষার্থী চাইলে পুনরায় ফিসহ ভর্তির আবেদন করতে পারবে ।

ধাপ #৩: ৩য় পর্যায়

৩য় পর্যায়ে আবেদন শুরু হবে ১৫/১/২০২৩ থেকে ১৬/১/২০২৩ তারিখ পর্যন্ত । ফলাফল প্রকাশিত হবে ২১/১/২০২৩ তারিখে । ৩য় পর্যায়ের ফলাফল প্রকাশিত হওয়ার পর ২২/১/২০২৩ থেকে ২৩/১/২০২৩ তারিখের মধ্যে নির্দিষ্ট পরিমাণ ফি প্রদানের মাধ্যমে ভর্তি নিশ্চিত করতে হবে অন্যথায় ভর্তি বাতিল করা হবে ।

অনলাইনে পলিটেকনিক ইনস্টিটিউট ভর্তির আবেদন করার নিয়ম :

আবেদন শুরু :১৩ ডিসেম্বর ২০২২

অনলাইনে আবেদন ফরম পূরণ করার পূর্বে আপনাকে বাংলাদেশ কারিগরি বোর্ড কর্তৃক নির্ধারিত ফি মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে জমা দিতে হবে। (ন্যূনতম ১ ঘন্টা আগে)।

অনলাইনে পলিটেকনিক ইনস্টিটিউট ভর্তির আবেদন ফি : ১৬০টাকা। ১ম ও দ্বিতীয় শিফট ৩২০টাকা। আপনি যদি দুই শিফট একসাথে আবেদন করেন সেক্ষেত্রে ৩২০ টাকা পেমেন্ট করতে হবে।সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট ভর্তি নিয়ম 2022-23

ভর্তির আবেদন ফি বিকাশ করার নিয়ম :

  • প্রথমেই আপনার মোবাইলে থাকা বিকাশ অ্যাপটিতে সাইন আপ করুন ।
  • হোম পেজ থেকে “Education fee ” ক্লিক করুন ।পলিটেকনিক ভর্তির ফি বিকাশ করার নিয়ম
  • এখান থেকে “bteb” সিলেক্ট করুন৷ পলিটেকনিক ভর্তির ফি পেমেন্ট করার নিয়ম
  • payment code:<প্রোগ্রাম কোড><পাশের বছর ><বোর্ড ><রোল নম্বর > দিন । স্পেস দেওয়ার প্রয়োজন নেই ।পলিটেকনিক ইনস্টিটিউট ভর্তি আবেদন ফি বিকাশ
  • বিলের পরিমাণ ১৬০ টাকা এন্ট্রি দিন ।এবং ধাপে ধাপে allow বাটনে ক্লিক করুন ।
  • এবার আপনার বিকাশ পিন নাম্বার দিন ।
    বিলটি পে করার জন্য পে বিল এর ওপর ক্লিক করে ধরে রাখুন ।
  • এবার আপনার পেমেন্ট সম্পন্ন হয়েছে । পেমেন্ট প্রমাণ হিসেবে Transaction ID এর নাম্বার টা রেখে দিন ।

পলিটেকনিক ইনস্টিটিউট program codeএখানে Program Code গুলো দেখুন। শুধু প্রথম শিফট এ আবেদন করলে Program code <GDE1>এটা দিন। এভাবে আপনি যেই শিফট এ করবেন সেই কোডটি দিবেন।

অনলাইনে পলিটেকনিক ইনস্টিটিউট ভর্তির ফরন পূরণ করার নিয়ম :

  • প্রথমে এই লিংক এ যান।http://bteb2.btebadmission.gov.bd:7080/BTEB_WEB/application/applicantRegistration.action
  • এখানে ফাঁকা কয়েকটি বক্স দেখবেন। উক্ত বক্সগুলোতে এসএসসি রোল,রেজিষ্ট্রেশন, পাশের সন, বোর্ড ও মোবাইল নাম্বার দিন। নিচের ক্যাপচা পূরণ করে “Next ” ক্লিক করুন। (যেই নাম্বারে আবেদনের কনফার্মেশন মেসেজ পেতে চান সেই নাম্বার দিবেন)পলিটেকনিক ভর্তির আবেদন
  • এরপর পেমেন্ট এর “ট্রানজেকশন আইডি ” দিয়ে। “Next ” ক্লিক করুন।পলিটেকনিক ভর্তি আবেদন নিয়ম
  • এরপর আবেদন কারীর পাসপোর্ট সাইজ ছবি আপলোড দিতে হবে। আপলোড দেওয়ার জন্য “choose file” ক্লিক করে ফাইলটি সিলেক্ট করে আপলোড দিন৷ এর পর “Next ” ক্লিক করুন৷ (ছবির সাইজ ১০০কেবির নিচে হতে হবে)ডিপ্লোমা ইন ইন্জিনিয়ারিং ভর্তি আবেদন
  • এবার নতুন পেজে পলিটেকনিক ইনস্টিটিউট সিলেক্ট করতে হবে। আপনি যেই পলিটেকনিক ইনস্টিটিউট প্রথমে সিলেট করবেন সেগুলো আগে প্রাধান্য পাবে।
  • এই পেজে বাম পাশে বক্সে “ইনস্টিটিউট ” সিলেক্ট করুন৷ যেমন – আমি টাংগাইল পলিটেকনিক ইনস্টিটিউট দিলাম। দ্বিতীয় বক্সে “টেকনোলজি ” এবং তৃতীয় বক্সে ” শিফট ” সিলেক্ট করুন৷ এরপর “এড চয়েজ ” ক্লিক করুন।পলিটেকনিক ভর্তি আবেদন অনলাইনে
  • এভাবে আপনি আপনার পছন্দের পলিটেকনিক ইনস্টিটিউট গুলো সিলেক্ট করে এড করুন। আপনি সর্বোচ্চ ১০টি পলিটেকনিক ইনস্টিটিউট সিলেক্ট করতে পারবেন। এরপর “সাবমিট ” ক্লিক করুন৷ এবং আপনার আবেদন ফাইটি “ডাউনলোড ” করে নিন৷
  • এখন অনলাইনে পলিটেকনিক ইনস্টিটিউট ভর্তি আবেদন সম্পুর্ন হলো।

সর্বশেষ কথা :

এই টিউটোরিয়াল আমরা সম্পূর্ণভাবে দেখানোর চেষ্টা করেছি অনলাইনে পলিটেকনিক ইনস্টিটিউটে ভর্তি আবেদন করার নিয়ম। যা ২০২২-২৩ সেশন এর জন্য প্রযোজ্য। যদি আবেদন করতে কোন সমস্যা হয়ে থাকে অবশ্যই কমেন্ট করবেন। আমরা সমাধান দেওয়ার চেষ্টা করবো। ধন্যবাদ।

Sharing Is Caring:

Leave a Comment