সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট ভর্তি হতে কত পয়েন্ট লাগবে? ২০২২-২৩

পলিটেকনিক ইনস্টিটিউট ভর্তি

সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট ভর্তি হতে কত পয়েন্ট লাগে? ২০২-২৩ শিক্ষা বর্ষে। যাদের মনে এই প্রশ্নটি রয়েছে তারা নিচে বিস্তারিত দেখুন। 

আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন। আশা করছি সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমাদের মধ্যে যারা ইতিমধ্যে এসএসসি পরীক্ষা ২০২২ দিয়ে এখন ফলাফল ও পেয়েছেন তারা ভাবছেন যে সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট এ ভর্তি হবেন। একজন ডিপ্লোমা ইন্জিনিয়ার হিসেবে নিজেকে গড়ে তুলতে চাচ্ছেন। কিন্তু ভাবছেন আসলে কত পয়েন্ট লাগবে সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট এ ভর্তি হতে? তো যারা ভাবছেন তাদের জন্যই আজকের এই টিউটোরিয়াল। আজকের এই টিউটোরিয়ালে আমি আপনাদের জানাবো সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট এ ভর্তির আবেদন করতে কত পয়েন্ট লাগে?বা কত পয়েন্ট হলে আপনি সরকারি পলিটেকনিক এ চান্স পেতে পারেন।

সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট ভর্তি হতে কত পয়েন্ট লাগে
bteb admission 2022-23

 

সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট (ডিপ্লোমা ইন ইন্জিনিয়ারিং) 

এখন পর্যন্ত বাংলাদেশে মোট 49 টি সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট রয়েছে। আপনি যদি এসএসসি পরীক্ষা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে ভর্তি হতে চান  তাহলে আপনাকে অবশ্যই ভালো ফলাফল করতে হবে। বাংলাদেশে যে কয়টি সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট রয়েছে  তার প্রতিটি পলিটেকনিক ইনস্টিটিউটে দুই শিফটে শিক্ষার্থীদের পাঠদান করানো হয়। আপনি চাইলে প্রথম শিফট অথবা  দ্বিতীয় শিফটে ভর্তি হতে পারেন। কিন্তু মেয়েদের ক্ষেত্রে অবশ্যই প্রথম শিফটে ভর্তির আবেদন করতে হবে। সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে বিভিন্ন ডিপার্টমেন্ট রয়েছে। যেমন -ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, সিভিল, কম্পিউটার, মেকানিক্যাল, ইলেকট্রোমেডিক্যাল, ফুড, ট্যুরিজম এন্ড হসপিটালিটি, পাওয়ার, আরএস, মেরিন এবং  টেক্সটাইল । এর মধ্যে যেকোনো দশটি ডিপার্টমেন্টে আবেদন করতে পারেন ।

Free internet 2022

ডিপ্লোমা ইন ইন্জিনিয়ারিং নীতিমালা ২০২২-২৩ (সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট) 

বিজ্ঞান বিভাগ :

চার বছর মেয়াদী ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তি হতে হলে আপনাকে এসএসসি ও সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৩.৫ (ছেলে)৩.০(মেয়ে)হতে হবে। তবে এই নীতিমালা শুধুমাত্র বিজ্ঞান বিভাগের ছাত্র ছাত্রীদের জন্য প্রযোজ্য। এরপর আপনি পলিটেকনিক ইনস্টিটিউটে ভর্তির জন্য আবেদন করতে পারবেন।আবেদন আপনি একবারে করতে পারবেন। আপনি দশটি চয়েজ দিতে পারবেন।

মানবিক /হিসাব বিভাগ:

মানবিক এবং হিসাব বিভাগ থেকে সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে ভর্তির আবেদন করতে হলে আপনাদেরকে Remedial Course করতে হবে।আপনার এসএসসি জিপিএ 2.০০ হলে  Remedial কোর্সের জন্য আবেদন করতে পারবেন৷ আপনি Remedial Course এ উত্তীর্ণ হলে আপনি সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে ভর্তির জন্য আবেদন করতে পারবেন।

Remedial Course এর জন্য আবেদন কিভাবে করবেন?

কারিগরি (ভোকেশনাল)  থেকে সরাসরি সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট এ ভর্তির আবেদন করতে পারবেন।

যদি আপনি বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ ৪.০-৪.৫ পেয়ে থাকেন তবে আপনি ভালো বিভাগ থেকে  পলিটেকনিকে চান্স পেতে পারেন। সে ক্ষেত্রে আপনি আপনার চয়েজ দিতে পারেন ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, কম্পিউটার।

e Passport status check by sms

যদি আপনি বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ 4.৮-5.0 পেয়ে থাকেন তবে আপনি সরকারি পলিটেকনিকে চান্স পেতে পারেন৷ সে ক্ষেত্রে আপনি চয়েস দিতে পারেন সিভিল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রোমেডিক্যাল, ইলেকট্রনিক্স।

যদি আপনি ৩.৫-৪.০ পেয়ে থাকেন তবে আপনি সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট চান্স পেতে পারেন। সে ক্ষেত্রে আপনি আপনার চয়েজ দিতে পারেন ইলেকট্রনিক্স, ফুড, পাওয়ার, মেকানিক্যাল, ট্যুরিজম এন্ড হসপিটালিটি।

যারা মানবিক বিভাগ /হিসাব বিভাগ থেকে আসবেন তাহারা Remedial Course করে উত্তীর্ণ হয় তবে আপনি পলিটেকনিকে আবেদন করতে পারবেন। সে ক্ষেত্রে কোর্সের পয়েন্ট অনুযায়ী আপনাদেরকে পলিটেকনিকে চান্স দেওয়া হবে। (নিচের নীতিমালা দেখুন) 

সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট ভর্তি নিয়ম 2022-23

Sharing Is Caring:

33 thoughts on “সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট ভর্তি হতে কত পয়েন্ট লাগবে? ২০২২-২৩”

  1. আমি ২০২১ সালে এসএসসি পরীক্ষায় জিপিএ ৩.৪৪ পেয়েছি আমি কি সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট এ আমি কি ভর্তির আবেদন করতে পারব

    Reply
  2. ভাই আমি এসএসসি তে ৩.৫০ পয়েছি আমি কি সরকারি পলিটেকনিকে চান্স পাবো

    Reply
  3. আমি‌ কমার্স থেকে ফোর পয়েন্ট পেয়েছে আমি কি পলিটেকনিকেলে ভর্তি হতে পারবো সরকারি পলিটেকনিক

    Reply
  4. আমি টেকনিক্যাল থেকে পাশ করেছি, ৩.৯৩পেয়েছি আমি সরকারি পলিটেকনিক এ ভর্তি হতে পিরবো

    Reply
  5. আসসালামুআলাইকুম। আমি এবার এসএসসি পরীক্ষায় সায়েন্স বিভাগ থেকে ৪.১৭ পেয়েছি। আমি সরকারি পলিটেকনিকেল এবার কম্পিউটার সায়েন্স নিয়ে কী চান্স পাবো কী। দয়া আমার এ প্রশ্ন উওর দিবেন

    Reply
  6. আমি মানবিক বিভাগ থেকে পলিটেকনিকে ভতি হতে পরবো। জানাবেন প্লিজ

    Reply
  7. আমি মাদ্রাসা থেকে ২০১৭ সালে মানবিক গ্রুপ থেকে ৪.৩৮ পেয়েছি

    দিনাজপুর সরকারি পলিটেকনিক এ কম্পিউটার বিষয় পাবো.?

    Reply
  8. ভাই আমি এ বছর এস এস সি তে 4.11 পেয়েছি কিন্তু আমার গনিতে গ্রেড হলো c আমি কি সরকারি পলিটেকনিকে আবেদন করতে পারব

    Reply
  9. ভাই আমি এই বছর এইচএসসিতে 3.83পেয়েছি কিন্তু আমি কি সরকারি পলিটেকনিকেল কলেজে আবেদন করতে পারবো

    Reply
  10. আমি মানবিক বিভাগে ২০২১ সালে জিপিএ ৩.৮৩ পেয়ে উত্তীর্ণ হয়েছি এবং রেমেডিয়াল কোর্স পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি এখন আমি কি সরকারি যেকোনো পলিটেকনিক ইনস্টিটিউট এ ভর্তি হতে পারবো?

    Reply

Leave a Comment