পলিটেকনিক Remedial Course কী? কিভাবে অনলাইনে আবেদন করবেন?

আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন। আশা করছি সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আজকের এই টিউটোরিয়ালে আমি আপনাদের সাথে শেয়ার করবো সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট এ যারা মানবিক /হিসাব বিভাগ হতে ভর্তি হতে ইচ্ছুক তারা Remedial Course করে উত্তীর্ণ হয়ে তবে ভর্তি হতে পারবেন। তো আমার জানব Remedial Course কী? কিভাবে Remedial Course এর জন্য আবেদন করবেন? তো বন্ধুরা চলুন। 

Bteb Remedial course

 

 

Remedial Course কী? 

Remedial Course হলো নন সাইন্স শিক্ষার্থীদের বিজ্ঞান ও গণিত বিষয়ে পারদর্শী করার একটি কোর্স।যেই কোর্সটির মাধ্যমে নন সাইন্স শিক্ষার্থীরা  বিজ্ঞান ও গনিতে পারদর্শী হতে পারবে। মূলত বিজ্ঞান ও গণিত শিক্ষণ স্বল্পতা দূর করার জন্য এ কোর্স করতে হবে।

Free internet 2022

Remedial Course কীভাবে আবেদন করবো? 

Remedial Course এর জন্য আবেদন করতে মানবিক /বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ 2.0 হতে হবে। এরপর আপনি চাইলে অনলাইনে এই কোর্সের জন্য আবেদন করতে পারেন অথবা আপনার জেলায় সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট থেকে এ কোর্সের জন্য আবেদনপত্র সংগ্রহ করতে পারেন। আবেদন করার জন্য আপনাকে 200 টাকা পেমেন্ট করতে হবে।

আবেদন শুরু:৩-০১-২০২২

শেষ আবেদন :২৭-০১-২২

পরীক্ষা শুরু:৪-০২-২২

ফলাফল প্রকাশ :৮-০২-২২

পরীক্ষার সিলেবাস :Get Now

মোট মার্কস:গনিত -৫০,বিজ্ঞান -৫০

মোট:১০০ মার্কস

আবেদন করতে –ক্লিক করুন

 

 

  • এরপর ২য় লাইনে ক্লিক করুন। এবং আপনার এসএসসি রোল,রেজিষ্ট্রেশন, সাল, বোর্ড, ইমেইল ও ফোন নাম্বার দিয়ে সাবমিট এ “ক্লিক করুন”.
  • এরপর পরবর্তী ধাপে অনলাইন ব্যাংকিং এর মাধ্যমে ২০০টাকা পেমেন্ট করে আবেদন সম্পুর্ন করুন৷
  • আর এইভাবে আপনি Remidial course এর জন্য  আবেদন করতে পারবেন। যদি কোন প্রশ্ন থাকে কমেন্ট করতে পারেন। ধন্যবাদ সবাইকে।

 

Sharing Is Caring:

0 thoughts on “পলিটেকনিক Remedial Course কী? কিভাবে অনলাইনে আবেদন করবেন?”

  1. আমি ২০১৯ সালে দাখিল (এসএসসি) জিপিএ ৪.৫০ পেয়েছি মানবিক থেকে এবং আলিম (এইচএসসি) পরিক্ষা দিয়েছি ২০২১ আমি সিলেট সরকারী পলিটেকনিকেলে ইলেক্ট্রিক্যাল/সিভিলে ভর্তি হতে পারবো?

    Reply
  2. আমি আজকে রেমিডিয়াল কোর্স এর ফরম পূরণ করেছি কিন্তু আমি কোন কোন ইনস্টিটিউট এ এডমিশন নিব ওইটা তো আসেনিহ
    ওইট কী রেমিডিয়াল কোর্স এর পর যে পরীক্ষা হবে ওইটার পর আসবে নাকি
    তখন পূরণ করতে হবে যে আবার

    Reply
  3. এইচএসসি এর পর কমার্স থেকে পলিটেকনিকে ভর্তি হওয়া যাবে এবং কোন বিষয়ে ভর্তি হলে সবচেয়ে ভালো হবে

    Reply
  4. Vaiya ami to open theke ssc exam dici…so amr to registration number nai…amr id number ace…ami to akon remedial course korar jonno registration korte parteci na…karon opne school to id number thake registration number thake na…akon ami kivabe registration korbo….pls vai aktu bolben doya koira…aktu taratari

    Reply

Leave a Comment