এসএসসি ফলাফল ২০২১ কিভাবে পাবেন? মার্কশিটসহ

আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন। আশা করছি সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আজকের এই টিউটোরিয়ালে গুরুত্বপূর্ণ একটি ট্রিকস শেয়ার করবো। আমাদের মাঝে যারা ২০২১ সালে এসএসসি পরীক্ষা দিয়েছেন তারা এখন ফলাফলের অপেক্ষায় আছেন। কিন্তু সিগ্রই এই অপেক্ষার অবসান ঘটতে চলেছে। এসএসসি ফলাফল ২০২১ সিগ্রই প্রকাশিত হবে। তবে এই এই ফলাফল কিভাবে দেখবেন সবার আগে এবং ফুল মার্কশিট সহকারে এটা অনেকে যানে না। তাই আজকের এই ট্রিক এ আমি আপনাদের সাথে ছোট কাজটি শেয়ার করবো। 

 

 

অবশেষে নানা জল্পনা-কল্পনার মধ্য দিয়ে প্রকাশিত হতে যাচ্ছে 2021 সালের এসএসসি পরীক্ষার ফলাফল। 30 ডিসেম্বর 20২১ দুপুর 12 টায় শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি এর রেজাল্ট প্রকাশিত করবেন। প্রথমেই প্রাতিষ্ঠানিকভাবে রেজাল্ট প্রকাশিত হবে তারপর শিক্ষার্থীরা অনলাইনে এবং অফলাইনে এর মাধ্যমে রেজাল্ট দেখতে পারবেন।

 

ইতিমধ্যে শিক্ষামন্ত্রী ঘোষণা দিয়েছে 2021 সালের এসএসসি পরীক্ষার্থীদের ফলাফল অনলাইনে এবং অফলাইনে দেখতে পারবেন। প্রাতিষ্ঠানিকভাবে কোন ফলাফল প্রকাশ করা হবে না। শিক্ষার্থীরা চাইলে তাদের ফোনের মাধ্যমে ফলাফল দেখতে পারবে। অনলাইনের মাধ্যমে দেখতে পারবে। অফলাইনে এসএমএস এর মাধ্যমে দেখতে পারবেন।

 

অনলাইনের মাধ্যমে এসএসসি ফলাফল ২০২১ দেখুন সবার আগে :

  • প্রথমে ফোনের যেকোন একটি ব্রাউজার ওপেন করুন। অথবা এখনে” ক্লিক করুন
ssc result 2021

 

 

  • দেখবেন এমন একটি ওয়েবসাইটে নিয়ে আশা হয়েছে। এখানে আপনার সকল তথ্য সঠিকভাবে পূরন করতে হবে।

 

প্রথমে” Examination “সিলেক্ট করুন -ssc/dakhil

Year:2021

Board:”Your Exam Board Name ”

Roll:Your Roll No

Reg:Your Registration Number

Sum:যোগ করুন

 

  • এরপর সাবমিট এ ক্লিক করুন। দেখবেন আপনার ফলাফল মার্কশিটসহ সো করবে।

 

অফলাইনে এসএসসি ফলাফল ২০২১ দেখুন :

 

  • মোবাইলের মেসেজ অপশন থেকে টাইপ করুন –

 

 

সাধারণ শিক্ষা বোর্ড:

SSC<space>BOARD<space>ROLL<space>YEAR    and SEND TO 16222 Number.

 

Example: SSC  DHA  123456  2021    &     SEND

 

মাদ্রাসা শিক্ষা বোর্ড:(Dakhil) 

SSC<space>MAD<space>ROLL<space>2021   &   SEND TO 16222

 

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড:(Technical) 

SSC<space>TEC<space>ROLL<space>2021   & SEND TO 16222

 

 

 

 

Sharing Is Caring:

Leave a Comment